মিরসরাইয়ে পশ্চিম অলিনগর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সবুজ সংঘ
মিরসরাইয়ে চেতনা ক্রীড়া সংঘের উদ্দ্যােগে আয়োজিত পশ্চিম অলিনগর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। সোমবার (১০শে ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় উক্ত খেলার শুভ উদ্বোধন করেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
জমকালো আয়োজনের মধ্যদিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ সদস্য ও অলিনগর এল.বি আদর্শ ইচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী নিজাম উদ্দীনের সভাপতিত্বে অলিনগর যুবকল্যাণ পরিষদের সভাপতি ডাঃ মহিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী,প্রধান আলোচক সাধারন সম্পাদক এ,,কে এম জাহাঙ্গীর ভূঁইয়া
এ সময় বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি শাখাওয়াত উল্ল্যাহ রিপন,যুগ্ন সাধারন সম্পাদক এস,এম আবুল হোসেন,করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুলতান গিয়াস উদ্দীন জসিম,সাধারন সম্পাদক শেখ সেলিম, সাবেক মেম্বার হাজী শাহ আলম ইউসুফ, ৮নং ওয়ার্ড ই’পি সদস্য আজাদ উদ্দিন, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মিরু, আলভী ক্লথের সত্বাধিকারী নুরুল আফছার ছোটন, খেলার আহবায়ক কামরুল হাসান, সচিব সাফায়েত হোসেন প্রমুখ।
খেলায় সবুজ সংঘ প্রথমে ব্যাট করে নির্ধারিত ১২ ওভারে ১২৩ রান করে এবং দলের পক্ষে বাবু সর্বোচ্চ ৪৩ রান করেন ২৬ বল মোকাবেলা করে।অপর পক্ষে ১২৪ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে সবুজ সংঘের বোলিং তোপের মুখে পড়ে ৯৯ রানে গুটিয়ে যায় একতা ক্রিড়া সংঘ।ফলে ২৪ রানের সহজ জয় প্রায় সবুজ সংঘ ফলে অলরাউন্ডার বাবু ৪৩ রান ও বল হাতে ২ উইকেট লাভ করায় ম্যাচ সেরা নির্বাচিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন,শিক্ষার কোন বিকল্প নেই,তাই সুশিক্ষিত হওয়ার আগে রাজনীতি নয়।যে পড়ালেখা করবে না তার রাজনীতিও করার দরকার নেই।শিক্ষিত হয়ে যোগ্য হয়ে রাজনীতিতে আসো,আজকে খেলায় যেমন সবাই ঐক্ক্য মাদক নির্মূলেও ঠিক একতা বজায় রাখতে হবে।তাবেই সম্ভব হবে নির্মূল করা সকল মাদককারবারীদের