খালেদা জিয়া হাঁটতে পারছেন না : সেলিমা ইসলাম

খালেদা জিয়া হাঁটতে পারছেন না : সেলিমা ইসলাম
- খালেদা জিয়ার হাত বেঁকে গেছে, তিনি হাঁটতে পারছেন না বলে জানিয়েছেন তার বোন বেগম সেলিমা ইসলাম। তিনি তার উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে নিঃশর্ত মুক্তির মানবিক আবেদন জানিয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বেগম জিয়ার সঙ্গে দেখা করে সাংবাদিকদের কাছে এ কথা জানান।
তিনি বলেন, খালেদা জিয়ার ডায়াবেটিস বেড়েছে। কারো সাহায্য ছাড়া তিনি ৫ মিনিটও দাঁড়াতে পারেন না। শারীরিক অবস্থার অবনতির কথা বিবেচনা করে তাকে মুক্তি দেওয়া উচিত। তাহলে আমরা তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারব।
এর আগে মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে হাসপাতালে প্রবেশ করেন তার পরিবারের সদস্যসহ ৫ স্বজন।
স্বজনদের মধ্যে ছিলেন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজা, ভাগ্নি শাহিনা জামান খান, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা।
« সেন্টমার্টিন ট্রলারডুবি: মৃতদেহ ২০, উদ্ধার ৭৩; নিখোঁজ আরও অর্ধশত (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) আসন্ন সকল নির্বাচনে অংশ নেবে বিএনপি : ফখরুল »