চট্রগ্রাম শাহ আমানতে ৩০০ কার্টন সিগারেট জব্দ
মোহাম্মদ হাসান,চট্টগ্রামঃ চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ থেকে ৩০০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। যাত্রী মোহাম্মদ ইব্রাহিমের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।
প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য প্রায় ২ হাজার টাকা। এ হিসাবে জব্দ করা সিগারেটের বাজারমূল্য ৬ লাখ টাকা।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দর কাস্টমসের সহায়তায় সিগারেটের চালানটি আটক করে এনএসআই টিম।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ ইব্রাহিমের ব্যাগেজ থেকে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
জব্দ করা সিগারেটের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।
« রাঙামাটিতে পিকনিকের বাস উল্টে নিহত ১ আহত ৩০ (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) উন্নয়নের সুফল সরকার ও জনগণের কাছে যাচ্ছে না – মোহাম্মদ হাসান »