প্রাণের ৭১

ড. ওয়াজেদ মিয়ার ৭৮তম জন্মবার্ষিকী আজ

মোহাম্মদ হাসানঃ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বামী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৮তম জন্মবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষে মরহুমের জন্মস্থান রংপুরের পীরগঞ্জে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর এবং তাঁর জন্মস্থান লালদীঘি ফতেহপুরে ড. ওয়াজেদ স্মৃতি সংসদ, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং দলটির অঙ্গসংগঠনগুলো স্মৃতিচারণা, ফাতেহা পাঠ, কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও গরিবদের মধ্যে খাবার বিতরণসহ বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে।
ড. এম এ ওয়াজেদ মিয়া ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদীঘি ফতেহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ৬৭ বছর বয়সে তিনি ২০০৯ সালের ৯ মে ইন্তেকাল করেন। পরে তাঁর লাশ পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে মা-বাবার কবরের পাশে দাফন করা হয়।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*