চসিক নির্বাচন
চট্টগ্রামের ৫ নেতাকে প্রধানমন্ত্রীঃঅভিযুক্ত কাউকে কাউন্সিলরের মনোনয়ন নয়
মোহাম্মদ হাসানঃ যারা স্বচ্ছ ভাবমূর্তির এবং যাদের বিরুদ্ধে অন্যায় কর্মকাণ্ডের অভিযোগ নেই, তাদেরই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার কথা বলেছেন মাননীয়
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
বিশ্বস্থ সূত্রে প্রকাশ, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদ ভবনে সংসদ নেতার কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর নেতৃত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে (চসিক) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীসহ ৫ নেতা আওয়ামী লীগ সভাপতি,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাথে সাক্ষাৎ করেছেন।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বন্দর আসনের সাংসদ আবদুল লতিফ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানকে সুষ্ঠু, সুন্দর, উৎসবমুখর পরিবেশে নির্বাচনের নজির সৃষ্টিসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করে আনার নির্দেশনা দেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী।
সাক্ষাতের শুরুতে চসিকের আওয়ামী লীগ দলীয় প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
শুভেচ্ছার জবাবে উপস্থিত অন্যান্য নেতারা প্রধানমন্ত্রীকে বলেন, চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিমকে সানন্দে গ্রহণ করেছে। তৃণমূল পর্যায় থেকে রাজনীতি করা ত্যাগী ও বীর মুক্তিযোদ্ধা একজন নেতাকে মনোনীত করায় বেশ উচ্ছ্বসিত।