প্রাণের ৭১

বান্দরবানে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

বান্দরবান সদর উপজেলার জামছড়ি মুখপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু মারমা (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও পাঁচজন।

 

শনিবার সন্ধ্যা ৭টায় জামছড়ি মুখপাড়ার একটি চায়ের দোকানে আড্ডারত অবস্থায় তাদের ওপর গুলি করা হয়। সদর উপজেলার রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

এ ঘটনায় আতঙ্কিত হয়ে বাতখই মারমা (৬৩) আরেকজনের মৃত্যু হয়েছে।

 

আহতরা হলেন- মংক্য চিং (২৫), ক্য প্রু মং (৪০), আদাসে (৩২), লা মং সিং (৩৫), সাবেক মেম্বার উ চ থোয়া (৬০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যায় বিভিন্ন জায়গা থেকে এসে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন তারা। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের কয়েকটি দল এসে তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়।

 

 

 

এদিকে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

 

নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

 

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত আমরা তদন্ত করে দেখছি।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*