প্রাণের ৭১

বাংলাদেশের কক্সবাজারে এনকাউন্টারে ২ রোহিঙ্গা নিহত

কক্সবাজার সমুদ্রসৈকতের মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই যুবক নিহত হয়েছেন। তারা রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর সদস্য বলে দাবি করেছে র‌্যাব। বুধবার (১২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের শাপলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- কক্সবাজারের রামুর পূর্ব উমখালীর আবদুস শুক্কুরের ছেলে সাইফুল ইসলাম সোহেল ওরফে ডিবি সাইফুল (৩৮) ও টেকনাফের হ্নীলার লেদা পশ্চিম পাড়ার নুর আহমদের ছেলে নুর কামাল ওরফে সোনাইয়া ডাকাত (৩৪)। এদের মাঝে ডিবি সাইফুল রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সেকেন্ড ইন কমান্ড এবং দুজনই গ্রুপে সক্রিয় সদস্য বলে দাবি র‌্যাবের।

 

র‌্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব এক্স বিএন বলেন, গোপন সংবাদে জানতে পারি রাত সাড়ে ১২টায় দিকে টেকনাফের বাহারছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্রসৈকত এলাকায় কুখ্যাত ডাকাত জকির গ্রুপের সদস্যরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

 

 

 

এমন খবরে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অস্ত্রধারী ডাকাতদলের সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলিবিনিময়ের পর ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়।

 

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ নুর কামাল ও সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত র‌্যাব সদস্যদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*