মুজিববর্ষ উপলক্ষে ১৫০ অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছে ভারত’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবর্ষ উপলক্ষে বাংলাদেশকে ১৫০ অ্যাম্বুলেন্স প্রদান করছে ভারত। দিল্লির হায়দ্রাবাদ হাউজে ২০ বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে আলোচনাকালে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রীংলা এ কথা জানান। তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এটি উপহার। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।’
ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে হওয়া এই আয়োজনে তিনি আরো জানান, এটি শুধু কিছু অ্যাম্বুলেন্স নয়। বরং আহত বা অসুস্থ ব্যক্তি যেন একটি নম্বরে ফোন করে খুব দ্রুত সহায়তা পেতে পারে তার একটি কার্যকর প্রক্রিয়া তৈরিতে সহায়তা করা।
তিনি বলেন, ‘এটি মানুষকে নিয়ে তৈরি একটি পরিকল্পনা। যা মানুষের সঙ্গে মানুষের যোগাযোগকে উৎসাহিত করবে।’
এ সময় তিনি আরো বলেন, আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের উদ্বোধন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রেকর্ড করা একটি ভিডিও মেসেজ প্রদান করা হবে।
মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠানে নরেন্দ্র মোদিসহ আরো বেশ কয়েকজন বিশ্ব নেতার উপস্থিত হবার কথা ছিলো। কিন্তু করোনা ভাইরাসের কারণে নরেন্দ্র মোদিসহ অন্যান্য বিশ্ব নেতাদের নিয়ে এই আয়োজন স্থগিত করা হয়।