প্রাণের ৭১

করোনায় আক্রান্তের তালিকায় যুক্ত হলো আরও দুই দেশ

করোনায় আক্রান্তের তালিকায় যুক্ত হলো আরও দুইটি দেশ। সোমালিয়া ও তানজানিয়ায় প্রথম করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে দেশ দুটি।

সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফো’র হিসাব অনুযায়ী, ১৬ মার্চ সকাল পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে ছয় হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা এক লাখ ৬৯ হাজার ৬০৫।

এরমধ্যে পাঁচ হাজার ৮৩৫ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৭৭ হাজার ৭৭৬ জন।

উৎপত্তিস্থল চীনে সরকারি হিসাবেই এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৬০। এরমধ্যে তিন হাজার ২১৩ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে দেশটির কর্তৃপক্ষ। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৬৭ হাজার ৭৫৮ জন।

ইতালিতে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৭৪৭। এরমধ্যে এক হাজার ৮০৯ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে দুই হাজার ৩৩৫ জন।

ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় ওপরের সারিতে থাকা অন্য দেশগুলোর মধ্যে ইরান, দক্ষিণ কোরিয়া, স্পেন, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের নাম উল্লেখযোগ্য।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*