নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নোম্যান্সল্যান্ডে স্থলমাইন বিস্ফোরণে মনির উল্লাহ (২৫) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
সোমবার বিকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তের তুমব্রু পয়েন্টে কাঁটাতারের বেড়া লাগোয়া শূন্যরেখায় কাঠ সংগ্রহে গেলে এ ঘটনা ঘটে।
নিহত মনির উল্লাহ নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের নোম্যান্সল্যান্ডের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
রোহিঙ্গা ক্যাম্পের দলনেতা দিল মোহাম্মদ বলেন, সোমবার বিকালে তুমব্রু পয়েন্টে কাঁটাতারের বেড়া লাগোয়া শূন্যরেখায় কাঠ সংগ্রহ করতে যান মনির উল্লাহ। এ সময় পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তার মৃত্যু হয়।
দিল মোহাম্মদ বলেন, রোহিঙ্গারা যাতে মিয়ানমারে ফিরে যেতে না পারে এ কারণেই শূন্যরেখায় স্থলমাইন পুঁতে রেখেছে। নোম্যান্সল্যান্ডের ৯টি পয়েন্টে স্থলমাইন বসিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন বলেন, জিরো লাইনে মিয়ানমারের অংশে মাইন বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিজিবির সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে।