প্রাণের ৭১

ইতালিতে এবার একদিনে রেকর্ড ৭৯৩ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে এবার ইতালিতে একদিনে রেকর্ড ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে।

এর একদিন আগে করোনায় দেশটিতে ৬২৭ জনের মৃত্যু হয়। প্রতিনিয়ত দেশটিতে করোনায় রেকর্ড সংখ্যক লোকের প্রাণহানি ঘটছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় এখন পর্যন্ত ইতালিতে মৃতের সংখ্যা ৪ হাজার ৮ শ ২৫ জন।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, করোনায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে ১৩ দশমিক ৯ শতাংশ। ৪৭ হাজার ২১ জন থেকে আক্রান্ত বেড়ে ৫৩ হাজার ৫৭৮ জনে দাঁড়িয়েছে।

করোনায় দেশটির লম্বারডি অঞ্চলে ভয়াবহ আকার ধারণ করেছে। শুধু এই অঞ্চলেই প্রাণ গেছে ৩ হাজার ৯৫ জনের।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। এরপর বিশ্বের ১৫০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিনিয়ত এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া এই করোনা ভাইরাসে ইতিমধ্যে ১১ হাজারের বেশি জনের মৃত্যু হয়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*