প্রাণের ৭১

রংপুরে ৫ গরুসহ ৭ ডাকাত আটক

মোহাম্মদ হাসানঃ রংপুরে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় ৫টি গরু ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় রংপুর জেলা পুলিশের গোয়েন্দা ইউনিটের কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মার্চ রংপুর সদর উপজেলার উত্তর মমিনপুর গুচ্ছগ্রামের বদরুল ইসলাম প্রামাণিকের গরুর খামার থেকে ৮-১০ জনের একটি ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ১৪টি গরু ডাকাতি করে ট্রাকযোগে পালিয়ে যায়।
এ ঘটনায় খামার মালিক রংপুর সদর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। গতকাল রোববার (৫ এপ্রিল) থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত ঠাকুরগাঁও, রংপুর ও দিনাজপুর জেলায় অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের সক্রিয় ৭ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো ছাদেকুল ইসলাম, মিনারুল ইসলাম, তারাজুল ইসলাম, ছালাম, মাহাবুল ইসলাম, মফিজ উদ্দিন ও ওবায়দুর রহমান। সোমবার রাতে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে অভিযানের সময় ৫টি গরু ও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*