৯ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার সোনারামপুরে এই ঘটনা ঘটে। শিশুটির গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে। তার পরিবার আশুগঞ্জে একটি চাতালকলে শ্রমিক হওয়ায় সেখানেই বসবাস করেন। বর্তমানে শিশুটি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
- এই ঘটনায় ধর্ষক লিটন মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ। লিটন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ইমান মিয়ার ছেলে ও আশুগঞ্জে একটি চাতাল কলের শ্রমিক।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, শিশুটি অভিযুক্ত যুবককে শনাক্ত করার পর তাকে আটক করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় রাতেই শিশুটির বাবা বাদি হয়ে একটি অভিযোগ দিয়েছেন।
« জাতির পিতার খুনি মাজেদের সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) বিশ্বে করোনায় আক্রান্ত ১৭ লাখ ছুঁইছুঁই, মৃত্যু লাখ ছাড়িয়ে »