প্রাণের ৭১

করোনায় ডাঃ মঈন উদ্দিনের মৃত্যু!

মোহাম্মদ হাসানঃ শতাব্দীর ভয়াবহ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে বিবিসি সূত্রে প্রকাশ।

সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মঈন উদ্দিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সিলেট জেলার সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল। আজ ১৫ এপ্রিল বুধবার সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রেমানন্দ মন্ডল জানান, “তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, তারা কেউ ফোন ধরছেন না। তবে আমরা নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছি যে তিনি আজ সকালে মারা গেছেন।”

সিলেটের সিভিল সার্জন জানান ৫-৬ দিন আগে ঐ চিকিৎসককে তার এবং তার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় আনা হয়।

ঢাকায় আসার আগে সিলেটে তিনি একদিন হাসপাতালে ছিলেন বলে জানান প্রেমানন্দ মন্ডল।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সংবাদ মাধ্যমে জানান, শারীরিক অবস্থার অবনতি হলে গত রোববার ডা. মঈনকে ভেন্টিলেটরে রাখা হয়। গতকাল রাত থেকে তার অবস্থা বেশি খারাপ ছিলো। সংক্রমন তার হার্টকে আক্রান্ত করেছিল।

তিনি বলেন, সংক্রমণ বিধি অনুযায়ী ঢাকায়ই তার লাশ দাফন হবে।

গত সপ্তাহে সিলেট থেকে ঐ চিকিৎসককে ঢাকায় নিয়ে আসার খবরে ব্যাপক আলোচনা তৈরি হয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*