২৫ হাজার কারাবন্দি মুক্তি দিচ্ছে মিয়ানমার

নতুন বছরে ২৫ হাজার কারাবন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার।শুক্রবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য নিশ্চত করেছে। খবর রয়টার্সের।
দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট বলেন, কারাগারে ৮৭ জন বিদেশিসহ ২৪ হাজার ৮৯৬ আটক রয়েছেন, মানবিক উদ্বেগের কারণে শর্তহীনভাবে তাদের মুক্তি দেয়া হবে।
তবে প্রেসিডেন্ট কারাবন্দিদের অপরাধ সম্পর্কে বিস্তারিত জানায়নি।কারা কর্তৃপক্ষের মুখপাত্র জাও জাও বলেন, করোনাভাইরাসের উদ্বেগের কারণে বন্দিদের মুক্তি দেয়া হচ্ছে না।
মিয়ানমারে এ পর্যন্ত ৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।আর দেশটিতে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে।
গত বছর ২৩ হাজার বন্দিকে বিভিন্ন দিবস উপলক্ষে ক্ষমা করা হয়েছে।তবে এর আগের বছরও দেশটির সরকার ৮ হাজারের বেশি কারাবন্দিকে মুক্তি দিয়েছে।
« করোনাভাইরাস থেকে আমাদের শিশুদের রক্ষা করুন : জাতিসংঘ মহাসচিব (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) মামলায় একদিন পর নিখোঁজ সাংবাদিক কাজল »