বিশ্বে করোনায় আক্রান্ত ২৩ লাখ ৩০ হাজার,মৃত্যু ১ লাখ ৬০ হাজার!
মোহাম্মদ হাসানঃ শতাব্দীর ভয়াবহ মহামারী বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ রবিবার সকাল পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজারের বেশি।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ২৩ লাখ ৩০ হাজার ১৫০ জন। তাদের মধ্যে বর্তমানে ১৫ লাখ ৫৭ হাজার ১৮৫ জন চিকিৎসাধীন এবং ৬৮ হাজার ৩৮৬ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৫ লাখ ৯৬ হাজার ৪৮২ জন সুস্থ হয়ে উঠেছে এবং ১ লাখ ৬০ হাজার ৬৪৩ জন রোগী মারা গেছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে ৩৯ হাজার ১৪, ইতালিতে ২৩ হাজার ২২৭, স্পেনে ২০ হাজার ৬৩৯, ফ্রান্সে ১৯ হাজার ৩২৩, যুক্তরাজ্যে ১৫ হাজার ৪৬৪, বেলজিয়ামে ৫ হাজার ৪৫৩, ইরানে ৫ হাজার ৩১, চীনে ৪ হাজার ৬৩২, জার্মানিতে ৪ হাজার ৫৩৮, নেদারল্যান্ডসে ৩ হাজার ৬০১, ব্রাজিলে ২ হাজার ৩৬৮, ইন্দোনেশিয়ায় ৫৩৫, ভারতে ৫২১, দক্ষিণ কোরিয়ায় ২৩২, পাকিস্তানে ১৪৩, সৌদি আরবে ৯২, মালয়েশিয়ায় ৮৮, ও অস্ট্রেলিয়ায় ৭০ জন।
গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।