প্রাণের ৭১

ফেনীর ৭টি সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীরা করোনা মোকাবেলায় একদিনের বেতন দিলেন

করোনা দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিয়েছেন ফেনীর ৭টি সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীগণ।
৭টি কলেজের অধ্যক্ষদের দেয়া তথ্যমতে, মোট ১৬৬জন শিক্ষক ও ৫৫জন কর্মচারী একদিনের সমপরিমাণ বেতন আর্থিক সহায়তা হিসেবে ২ লাখ ৬২ হাজার ৪৮ টাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের ব্যাংক হিসাবে জমা দিয়েছেন।
ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল কান্তি পাল জানান, ৬৬জন শিক্ষক ও ১৮জন বিভিন্ন পদে কর্মচারীগণ একদিনের বেতন হিসেবে ১ লাখ ৯ হাজার ১৮০ টাকা জমা দিয়েছে। তিনি বলেন, দেশের এ দুর্যোগকালে শিক্ষকরা দায়িত্বের জায়গা থেকে এগিয়ে এসেছেন। অতীতেও শিক্ষক সমাজ দেশের প্রয়োজনে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন।
সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তাহমিনা বেগম জানান, কলেজের ৩০জন শিক্ষক ও ৭জন কর্মচারি ৪১ হাজার ৮৪০ টাকা নির্দিষ্ট একাউন্টে জমা করেছেন। তিনি বলেন, শিক্ষকরা মানবতার শিক্ষা দেয় তাই দেশের প্রয়োজনে স্বপ্রণোদিত হয়ে করোনা মহামারিতে আমরা এগিয়ে এসেছি।
সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহিউদ্দিন চৌধুরী জানান, ২৬জন শিক্ষক ও ৭জন কর্মচারি একদিনের বেতন বাবদ ৪১ হাজার ৩২ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেয়া হয়েছে।
এছাড়াও মহিপাল সরকারি কলেজের ১৭জন শিক্ষক ও ১জন কর্মচারী দিয়েছেন ২৬ হাজার ৪৭৩ টাকা। ছাগলনাইয়া সরকারি কলেজের ১৬জন শিক্ষক ও ৬জন কর্মচারী দিয়েছেন ২২ হাজার ৩৪ টাকা। ফুলগাজী সরকারি কলেজে ৭জন শিক্ষক ও ১০জন কর্মচারী দিয়েছেন ১২ হাজার ২৩০ টাকা এবং পরশুরাম সরকারি কলেজে কর্মরত ৪জন শিক্ষক ও ৬জন কর্মচারী জমা দিয়েছেন ৯ হাজার ২৫৯ টাকা।BSS






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*