মিরসরাই ইয়ুথ ফোরাম এর উদ্দোগে সাহেরখালী

গজারিয়ায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্থ দশ পরিবারকে
আর্থীক সহায়তা প্রদান।—-
দেশের কোরনাভাইরাস সংকটময় সময়ে
মিরসরাইয়ের ১৬ নং সাহেরখালী ইউনিয়নের গজারিয়া গ্রামের অগ্নিকাণ্ডের ঘটনায় দশ পরিবার ক্ষতিগ্রস্থ
হয়ে যায়।পরিবারের ঘর একেবারে পুড়ে ছাই হয়ে যায়।
সেটা আমাদের সংগঠনের নজরে আসে।মানবিক
চিন্তায় ভাবনা বিবচনায় আমরা
মিরসরাই ইয়ুথ ফোরামের সকল সদস্যর সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত দশ পরিবারের বিপদে তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা মিরসরাই ইয়ুথ ফোরাম সকল সদস্য গর্বিত।আমি সংশ্লিষ্ট সকলকে যারা এই মানবিক কাজে শরিক হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাই।বিশেষ ধন্যবাদ জানাই মিরসরাই ইয়ুথ ফোরামের সহ সভাপতি সালাউদ্দিন এবং সহযোগি আব্দুল আলিম তাঁরাই উপস্থিত থেকে দশ পরিবারকে ৫১হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন ।পাশে থেকে সহযোগিতা করার জন্য মইনুল হোসেন ,ফারুক, ইব্রাহিম ভাই কে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।