মুন্সীগঞ্জে নতুন ৩৫ জনের করোনা শনাক্ত
মুন্সীগঞ্জে ঈদের পর দিন মঙ্গলবার আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬০৬ জন। এর মধ্যে মারা গেছেন ১৮ জন, মোট সুস্থ হয়েছেন ১৬৭ জন। মুন্সীগঞ্জ সদর উপজেলাতেই ২৮১ জনের করোনা শনাক্ত হয়েছেন।
মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার ২১৬ জনের রিপোর্ট আসে। নতুন পজেটিভ আসা ৩৫ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১১ জন, সিরাজদিখান উপজেলায় ১৪ জন, শ্রীনগরে ছয়জন, লৌহজংয়ে তিনজন এবং গজারিয়া উপজেলায় একজন। মঙ্গলবার টঙ্গীবাড়ি উপজেলায় কারও করোনা শনাক্ত হয়নি।
তিনি জানান, এই নিয়ে এ পর্যন্ত ৩৪১৮টি নমুনার রিপোর্ট এসেছে। ৩৫৩৬টি রিপোর্ট ঢাকায় পাঠানো হলো। ঈদের দিন সোমবার কোনো নমুনা সংগ্রহ করা হয়নি। তবে ঈদের পর দিন মঙ্গলবার ২৫টি সোয়াব সংগ্রহ করে ওই দিনই পরীক্ষার জন্য ঢাকার নিপসম প্রেরণ করা হয়েছে। ইত্তেফাক