প্রাণের ৭১

প্যারিস অঞ্চল আর করোনাভাইরাসের হটস্পট জোন বলে বিবেচিত হবে না।

ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপ্পে বলেছেন, তার দেশ দ্বিতীয় ধাপের লকডাউন শিথিলের পথে হাঁটছে। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, বৃহত্তর প্যারিস অঞ্চল আর করোনাভাইরাসের হটস্পট জোন বলে বিবেচিত হবে না। ফ্রান্সের বিপদ এখনও কাটেনি জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন লকডাউন শিথিল হলেও জনস্বাস্থ্য খাতের বিভিন্ন নির্দেশনার ওপর নিবিড় নজর রাখবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

 

 

করোনাভাইরাসের মহামারিতে ফ্রান্সের ২৮ হাজার পাঁচশ’রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দবে বুধবার টানা সপ্তম দিনের মতো মৃতের সংখ্যা একশ’রও কম বেড়েছে। আর এর জেরেই লকডাউন শিথিলের কথা ভাবছে সরকার।

 

বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপ্পে জানান, বৃহত্তর প্যারিস অঞ্চল রেড জোন থেকে এখন অরেঞ্জ জোন বলে বিবেচিত হবে। এর অর্থ হলো অঞ্চলটি ঝুঁকিমুক্ত নয়। ঝুঁকিমুক্ত এলাকাগুলোকে গ্রিন জোন ঘোষণা করছে ফরাসি সরকার। প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যগত দিক থেকে দেখলে ফলাফল বেশ ভালো, তারপরও আমাদের সতর্ক থাকতে হবে।’






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*