প্রাণের ৭১

করোনায় একদিনে শনাক্তের রেকর্ড ২৫২৩ সুস্থ ৫৯০ মৃত্যু ২৩

মোহাম্মদ হাসানঃ শতাব্দীর ভয়াবহ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছে ২৫২৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ছুঁইছুঁই।মৃত্যু হয়েছে আরো ২৩ জনের সর্বমোট মৃতের সংখ্যা ৫৮২জন।

আজ ২৯ মে শুক্রবার দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৯টি ল্যাবে ১১ হাজার ৩০১ টি নমুনা পরীক্ষা হয়েছে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৮৬ হাজার ৭৮৭টি। শনাক্ত হয়েছে ২৫২৩ জন আর ২৩ জনের মৃত্যু সহ মোট মৃত্যু হয়েছে ৫৮২ জনের।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৫৯০ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৯১জন।

এদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট
ওয়ার্ল্ডোমিটারের এখন আজ দুপুর ২ ঘটিকা পর্যন্ত তথ্য অনুযায়ী,করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৫৯ লাখ ২০ হাজার ৮৬ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ২৯ লাখ ৬৫ হাজার ৭২৫ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৯৭১ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আর প্রান হারিয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৩৬০ জন মানুষ।

এ ছাড়াও করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ২৫ লাখ ৯২ হাজার ১ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*