উপসম্পাদকীয়
ওরা ফিরে আসে বারবার! বাবর থেকে বর্তমান।
সাকিবঃ বাবরেরা ফিরে আসে বারবার, তারা অতীতও ছিল, বর্তমানেও আছে। শুধু পাল্টে গেছে নাম ও দল।
২০০১ থেকে ২০০৬ এক ভিবিষিকাময় কালো সময় পার করেছিল বাংলাদেশ। তৎকালীন সময়ে চাঁদায় হাতির পাঁচ পা কেনা যেত। ফলে বসুন্ধরা গ্রপের কর্নধারের ছেলের নামে থাকা খুনের মামলা ধামা চাপা দেওয়া হয় অর্থ বিনিময়ের মাধ্যমে।
মানুষ অনেক পরিবর্তনের আশায় আজকের আওয়ামীলীগ কে ক্ষমতায় এনেছিল। কিন্তু কি পেল। প্রথমেই দলটি ক্ষমতায় এসে পরিবর্তনের বদলের নিজেদের সম্পদের পরিবর্তন শুরু করে দিল। একদিকে অন্যায় অবিচার অন্য দিকে লুটপাট। যার অব্যাহত ধারাবিহিকতায় দলটির জনপ্রিয়তা একবারে তলানিতে ঠেকেছে। ফলে এখন জোড় করে নানা অনিয়মে অগন্ত্রান্তিক পথে ক্ষমতা দখল করে রেখেছে দলটি।
সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম কিভাবে শিকধার গ্রুপের কর্নধারের ছেলেরা ব্যাংক কর্মকর্তাদের গুলি করার হুমকি দিয়ে বিমান বন্দর দিয়ে পালিয়ে গেল। কেউ দেখল না কেউ ধরল না।। অথছ করোনার জন্য বাংলাদেশের সকল প্লাইট বন্ধ আছে।
এইসব দেখি আর ভাবি বাবরেরা সবসময়ের ছিল আছে থাকে।। আর তাদের হাতে জিম্মি থাকি আমরা।। পরিবর্তন শুধু মাত্র আশাতেই থেকে যায়।
লিখেছেনঃ-
সাকিব মোহাম্মাদ
উপসম্পাদক
প্রানের’ ৭১ নিউজ