সিএনপি কমিশনার করোনায় আক্রান্ত স্ত্রীর নেগেটিভ

মোহাম্মদ হাসানঃ বন্দর নগরী চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) এর কমিশনার মো. মাহাবুবর রহমান এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন। বাংলাদেশে এই প্রথম পুলিশের শীর্ষ কোনো কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ার খবর।
চট্টগ্রামে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সিএমপির কমিন আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত অত্যন্ত দায়িত্বপূর্ণ বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।
৮ জুন সোমবার রাতে চট্টগ্রামে করোনা পরীক্ষার ল্যাব থেকে আসা নমুনার ফলাফলে সিএমপির শীর্ষ এই কর্মকর্তার শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। তবে তার স্ত্রীর নমুনা নেগেটিভ এসেছে বলে কমিশনারের পারিবারিক সূত্র সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছে।
গত বৃহস্পতিবার থেকে মাহাবুবর রহমান জ্বরে ভুগছিলেন। সেই থেকে তিনি নিজের বাসাতেই আইসোলেশনে রয়েছেন।
- তার পারিবারিক সূত্র জানিয়েছেন, করোনায় আক্রান্ত হলেও তিনি মানসিকভাবে বেশ চাঙ্গাই রয়েছেন।
« দেশে করোনায় আরও ৪২ জনের মৃত্যু,শনাক্ত ২৭৩৫,সুস্থ ৬৫৭ (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৪৫ জনের মৃত্যু,শনাক্ত ৩১৭১ সুস্থ ৭৭৭ »