মরণ তো আসবেই, ভয় পেয়ে লাভ কী-বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী

মোহাম্মদ হাসানঃ বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পাদূর্ভাবের মধ্যে শুরু হল একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন (অষ্টম অধিবেশন) আজ বুধবার বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার সংসদে ২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৫৬ হাজার ৯৭৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মরণ তো আসবেই, ভয় পেয়ে লাভ কী। অনেকেই করোনার ভয়ে আত্মীয়-স্বজনকে পর্যন্ত অবহেলা করছেন, যা অমানবিক ও দুঃখজনক। করোনারোগীদের জন্য চিকিৎসক, স্বাস্থ্যকমী, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকরা আন্তরিকভাবে কাছ করছেন বলেও উল্লেখ করেন তিনি।
আজ ১০ জুন বুধবার একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন তথা বাজেট অধিবেশনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মরণ তো আসবেই, করোনায় মরতে পারি, গুলি খেয়ে মরতে পারি, অসুস্থ হয়ে মরতে পারি, আবার এখানে কথা বলতে বলতে মরতে পারি। আমার পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে। এমনকি ছোট্ট ভাইটাকে পর্যন্ত রেহাই দেওয়া হয়নি। তাই মৃত্যুকে ভয় পাই না।
বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হলে বৈঠকের শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেয়া হয়।
মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- মুহম্মদ ফারুক খান, ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, মুহিবুর রহমান মানিক, কাজী ফিরোজ রশীদ ও মেহের আফরোজ চুমকি।