প্রাণের ৭১

স্বেচ্ছাসেবক লীগ সভাপতির করোনা মুক্তির জন্য দোয়া চাইলেন চট্টগ্রামের মোহাম্মদ হাসান

ডেক্স নিউজঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন তিনি তার নিজ বাসায় অবস্থান করছেন।

আজ ১৯ জুন শুক্রবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি আ ফ ম বাহাউদ্দীন নাছিম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের প্রথম থেকেই স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা জনগণের সহযোগিতায় মাঠে সরব ছিলেন।স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ তিন-চারদিন আগে ঠাণ্ডা জ্বর ও কাশি ছিলো। পরবর্তীতে করোনা পরীক্ষা করার পরে তার করোনা পজিটিভ আসে।

স্বেচ্ছাসেবক লীগ সভাপতির আশু রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোযা ও আশির্বাদ চেয়ে সংবাদ মাধ্যমে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক ও মীরসরাই উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতর মাধ্যমে জানিয়েছেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*