করোনায় নিভিয়ে দিলো জজ এর জীবন প্রদীপ
মোহাম্মদ হাসানঃকরোনায় কেড়ে নিলো বিচারকের প্রাণ। এবার নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণ হারালেন লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. ফেরদৌস আহমেদ। তিনিই দেশে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম বিচারক।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় জজ মো. ফেরদৌস আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন জজ মো. ফেরদৌস আহমেদ। পরে তাকে চিকিৎসার জন্য রাজধানীর সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবং শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পাশাপাশি তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়। কিন্তু আজ রাত সাড়ে ৯টার দিকে তিনি আইসিইউতেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।