প্রাণের ৭১

বাংলাদেশের বোরহানউদ্দিনে ডিজিটাল আইনে যুবক গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত ছোটন বিশ্বাস। ছবি : ইত্তেফাক ভোলার বোরহানউদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর পোস্ট, তার এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্নসহ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে বিভিন্ন আপত্তিকর লেখার পোস্ট করায় ছোটন বিশ্বাস (৪৫) নামে এক যুবককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে স্থানীয় থানা পুলিশ৷   বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে ৷ সে ইউনিয়নের পদ্মামনসা ৬নম্বর ওয়ার্ডের মৃত অমূল্য বিশ্বাস এর ছেলে ৷   এব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ম. এনামুল হক বলেন, ফেইজবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর পোস্ট, তার এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্নসহ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে বিভিন্ন আপত্তিকর লেখার পোস্ট করায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে শুক্রবার তাকে আদালতে প্রেরণ করে ৷   ইত্তেফাক






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*