নিউইয়র্কের অ্যাপার্টমেন্ট থেকে ‘পাঠাও’র সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহর মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি অ্যাপার্টমেন্ট থেকে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় সুফোক স্ট্রিটের ই হাউস্টন স্ট্রিট সংলগ্ন একটি ভবন থেকে তার মরদেহ উদ্ধার করে নিউইয়র্ক পুলিশ।
পুলিশ বলছে, ভবনের ভেতর ফাহিম সালেহর মস্তকবিহীন খণ্ডিত মরদেহ পড়ে ছিল। সেখানে একটি বৈদ্যুতিক করাতও পাওয়া গেছে।
গত বছর দুই দশমিক ২৫ মিলিয়ন ডলার দিয়ে এই ভবনটি কিনেছিলেন ফাহিম সালেহ।
« রিজেন্ট-জেকেজির জালিয়াতি স্বাস্থ্যখাতে দুর্নীতির খুবই ছোট উদাহরণ (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বামীকে তালাক দিয়ে সৎ ছেলেকে বিয়ে »