টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
টাঙ্গাইল মধুপুর উপজেলায় একই পরিবারের চার জনের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন গণি মিয়া (৪৫), তার স্ত্রী কাজিরন ওরফে বুচি (৩৮), ছেলে তাজেল (১৭) ও মেয়ে সাদিয়া (৮)।
মধুপুর পৌরসভার মাস্টারপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। সকালে স্থানায়ীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে, ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে, সাবধানতা অবলম্বনে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, দু’দিন ধরে বাড়িটি তালাবদ্ধ ছিল। আজ (১৭ জুলাই) ভোরে গণি মিয়ার শাশুড়ি এসে বাইরে থেকে তালা লাগানো দেখে ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসীর সহায়তায় তালা ভেঙে ফেলা হয়। এরপর ভেতরে গিয়ে চারজনের লাশ পড়ে থাকতে দেখা যায়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল এ তথ্য নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে দুই তিন দিন আগে দুর্বৃত্তরা তাদের গলা কেটে হত্যার পর লাশ ফেলে গেছে। সিআইডির ক্রাইম সিনের সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে।somoytv