শেখ আতার রোগমুক্তি কামনায় চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল
মোহাম্মদ হাসানঃ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ মোঃ আতাউর রহমান এর আশু রোগমুক্তি কামনায় রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ জুলাই শনিবার দুপুর ১২ ঘটিকায় চট্টগ্রামস্থ দৌস্ত বিল্ডিংএ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী বাহার,দেবাশীষ পালিত,জসিম উদ্দিন শাহ্,নাজিম উদ্দিন,বখতিয়ার সাঈদ ইরান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু,সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমূখ।
পরে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী বাহার নেতাকর্মী ও দেশবাসীর প্রতি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানের রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া করার আহবান জানান।