প্রাণের ৭১

ফ্রান্সে আফ্রিকানদের হাতে বাংলাদেশী খুন

জালাল (৩০)

আজ (১৯শে জুলাই ২০২০ইং)  ফ্রান্সে এক বাংলাদেশীকে নির্মমভাবে হত্যা করেছে কালো আফ্রিকানরা। রাজধানী প্যারিস থেকে অল্প দূরে Cergy (সেরজি) এলাকায় শনিবার রাতে এ দুঃসহ ঘটনা ঘটে।

 

নিহত প্রবাসীর নাম জালাল (৩০)। তিনি সিলেটের বিশ্বনাথ এলাকার মৃত আম্তর আলীর ছেলে।

 

হত্যাকাণ্ডে ২ জন আফ্রিকান অংশ নেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

পুলিশ জানায়, জালাল ফ্রান্সের সেরজি এলাকাতে সরকারি একটি বাসায় আর এক বাংলাদেশী সহ দুজন আফ্রিকান নাগরিকের সাথে একত্রে বসবাস করতেন।

 

শনিবার রাতে আফ্রিকান ২ জন মিলে তাকে হত্যা করে । পরে প্যান্টের বেল্ট দিয়ে পালঙ্কের খুঁটির সাথে ঝুলিয়ে রাখে জালালের মৃতদেহ ।

 

তার এক বন্ধুর কাছ থেকে জানা গেছে, জালাল কিছুদিন আগে ৭০০ ইউরো দামের একটি মোবাইল ফোন কিনেছিলেন । ধারণা করা হচ্ছে এই মোবাইল ফোনের কারণে হত্যাকাণ্ড হতে পারে।

 

লাশটি পুলিশ হেফাজতে রয়েছে এবং রুমের বাকি তিন জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

স্থানীয় সংবাদ মাধ্যম

 






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*