শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

গ্রেফতারকৃত মাদ্রাসা শিক্ষক জাহাঙ্গীর আলম খান- সমকাল
শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সিরাজগঞ্জে জাহাঙ্গীর আলম খান (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শিক্ষক জাহাঙ্গীর আলম সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোচা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি জেলার রায়গঞ্জ উপজেলার বাঐখোলা-রুদ্রপুর গ্রামের মৃত এনতাজ আলীর ছেলে।
সদর থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, মাদ্রাসায় আরবি পড়ানোর সময় ক’জন শিশু শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক প্রায়ই বলাৎকার করত লম্পট শিক্ষক। গত দু’দিন আগে অনুরূপ এক ঘটনায় ভুক্তভোগী এক শিশু তার বাবাকে জানায়। সোমবার বিকেলে সদর থানায় ভিকটিম ওই শিক্ষার্থীর অভিভাবকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে রাতে শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।
ওসি বলেন, মঙ্গলবার জাহাঙ্গীর আলমকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।