ভুয়া কোভিড-১৯ রির্পোটঃ সাহাব উদ্দিন গ্রেপ্তারে হৈ চৈ নাই কেন? কারন তিনি বিএনপির লোক!

আমরা প্রায়ই বলে থাকি – “দুর্নীতিবাজ যেই হোক, তার দলীয় পরিচয় বড় নয় ; অপরাধীর আসল পরিচয় সে অপরাধী” 🙂
কথাটা শুনতে ভালো লাগলেও ; আমরা মানি কয়জনে ?
ডাঃ সাবরিনা একজন সুন্দরী মহিলা ছিলো, মোঃ সাহেদের গায়ে আওয়ামী লীগের লেবাস ছিলো – তারা অপরাধী, তাই তাদের নিয়ে উপরতলা থেকে নিচতলা সবাই আকাশ-মাটি এক করে দিয়েছেন !
নাহ.. আমি সাহেদ কিংবা সাবরিনার পক্ষে কথা বলছি না ; আমি মনে করি, দেশের যে ক্ষতি তারা করেছে, তাদের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত !
কিন্তু, এই সাহাবুদ্দিন ?
# তা’র গ্রেফতার নিয়ে কোনো হৈচৈ নেই কেন ?
# কারন, সাহাবুদ্দিন বিএনপি’র লোক ?
# তার রাজনৈতিক পরিচয় নিয়ে মিডিয়া এতো নীরব কেন ?
আওয়ামী ঘরোনার কেউ অপরাধ করে প্রমাণিত হলে যেভাবে চুলচেরা বিশ্লেষণ হয়, তেমনটা সাহাবুদ্দিন মেডিকেলের মালিক সাহাবুদ্দিন সাহেবের বেলায় তো দেখছি না !
ফেইসবুক যোদ্ধারা সাবরিনা আর সাহেদের ছবি নিয়ে যেভাবে রসালো স্ট্যাটাস দিয়েছিলেন, সাহাবুদ্দিনের বেলায় সেই রসের এতো অভাব কেন ?
অপরাধীর দলীয় পরিচয় যদি আপনাদের কাছে এতোটা মূখ্য হয়ে থাকে, তবে সেটা সব দলের জন্য সমান হওয়া উচিত !
এক দলের বেলায় ‘সুশীল’ আর অন্য দলের বেলায় ‘চুশিল’ এমন দ্বিচারিতা আমাদের সকলেরই পরিহার করা উচিত ! 🙂
───────────────
হাসান চৌধুরী সুহেল ; আটলান্টা, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।
২১শে জুলাই ২০২০ইং
সামাজিক মাধ্যম থেকে নেওয়া