প্রাণের ৭১

চট্টগ্রামে গত একদিনে ৩০ করোনা রোগী শনাক্ত

মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২৬৭টি নমুনা পরীক্ষা করা হয়।

গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে পরীক্ষা বন্ধ ছিল। তবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২১৮টি নমুনা পরীক্ষা করে ১৬ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫৮টি নমুনা পরীক্ষা করে ১৪ জনকে শনাক্ত করা হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৩০ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

গতকাল নমুনা পরীক্ষা করা হয় ২৭৬টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২৪ জন এবং উপজেলায় ৬ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪ জন। তাছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*