মোশাররফ হোসেনের করোনা পজিটিভ
সাকিবঃ অভিজ্ঞ ক্রিকেটার মোশাররফ হোসেনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। কাল মোশাররফ করোনা পরীক্ষা করিয়েছিলেন। পরীক্ষার ফল পজিটিভ এসেছে। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন মোশাররফ নিজেই।
মোশাররফের সঙ্গে তাঁর বাবাও করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি, ‘আমার বাবার কোভিড-১৯ পজিটিভ এসেছে। গতকাল পরীক্ষার পর আমার পজিটিভ আসে। আমি এখন পর্যস্ত সুস্থ আছি। নিজ বাসায় আইসোলেশনে আছি।’
মোশাররফের স্ত্রী ও সন্তানেরও করোনা পরীক্ষা করা হয়। তাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এর মধ্যে স্ত্রী ও সন্তানকে শ্বশুর বাড়ী পাঠিয়ে দিয়েছেন দেশের হয়ে পাঁচ ওয়ানডে খেলা এই বাঁহাতি স্পিনার।
গত বছর মস্তিস্কের টিউমারে আক্রান্ত হন ৩৮ বছর বয়সী মোশাররফ। প্রায় চার মাস ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি।
« শেয়ারবাজারে সূচকের বিশাল উত্থান (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) দেশে করোনায় আরও শনাক্ত ২৯০৭ সুস্থ ২০৬৭ মৃত্যু ৩৯ জনের »