করোনাভাইরাসে আক্রান্ত প্রণব মুখার্জী।
সাকিবঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। সোমবার এক টুইটে নিজের করোনা পজিটিভ শনাক্তের খবর জানিয়েছেন তিনি।
টুইটে তিনি বলেন, ‘অন্য একটা কাজে হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষা করিয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে। আমার অনুরোধ, গত এক সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন, আপনারা সেলফ আইসোলেশনে থাকুন ও পরীক্ষা করুন।’
« দেশে করোনায় আরও শনাক্ত ২৯০৭ সুস্থ ২০৬৭ মৃত্যু ৩৯ জনের (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) ‘পদত্যাগ’ করছে লেবানন সরকার! »