দেশে করোনায় আরও ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯৯৫
মোহাম্মদ হাসানঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৫১৩ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯৯৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন।
আজ ১২ আগস্ট বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৮৬টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ২ হাজার ৭৩৯টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১১৭ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট এক লাখ ৫৩ হাজার ৮৯ জন। দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
« আজ আন্তর্জাতিক যুব দিবসঃ ‘বৈশ্বিক কর্মে যুবশক্তি’-মোহাম্মদ হাসান (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) জাতীয় শোক দিবসে মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি »