মা-মেয়েকে বেঁধে পেটানো ঘটনায় ৩ সদস্যের কমিটি গঠন হয়েছে -স্থানীয় সরকার মন্ত্রী
মোহাম্মদ হাসানঃ কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলার ১নং হারবাং ইউনিয়ন পরিষদে গরু চুরির অভিযোগে বৃদ্ধা মা-মেয়ে বেঁধে পেটানো ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
আজ ২৩ আগস্ট রোববার বিকেলে তিনি সচিবালয়ে গণমাধ্যমকে এ কথা জানান। এসময় তিনি তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করে বলেন, ইতিমধ্যে ঘটনার তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন কক্সবাজার জেলা প্রশাসন। গত শুক্রবারে সামাজিক যোগাযোগ মাধ্যমে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ওই ঘটনার ছবি ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
প্রসঙ্গত,প্রকাশ্যদিবালোকে রশি দিয়ে বেঁধে পেটাতে পেটাতে গ্রামে ঘোরানো এবং ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আবার চেয়ারাম্যানের মারধর করার বিষয়টি ন্যক্কারজনক এবং মানবাধিকার লঙ্ঘন বলে সচেতন মহল মনে করছেন। এদিকে, গরু চুরির অভিযোগে দায়ের করা মামলায় ওই দুই মা-মেয়েসহ পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।