বারৈয়ারহাট গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন! অল্পের জন্য রক্ষা পেলো ভয়াবহ অগ্নিকান্ড থেকে
মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামের প্রবেশদ্বার মীরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভায় গতকার দিবাগত রাতে গ্যাস সিলিন্ডারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিশ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।ফলে পাশে গ্যস সিলিন্ডার গুলো বিস্তারিত হয়নি। যা হলে ভয়বহ অগ্নিকাণ্ডের ঘটনায় অসংখ্য ব্যাবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতির সমুহ সম্ভাবনা ছিল।
গতকাল ১৯ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে দশ ঘটিকার দিকে বারৈয়ারহাট পৌর বাজারের জমিদার প্লাজার পশে কাউন্সিলর নিজাম উদ্দিনের গ্যাস সিলিন্ডারের দোকানের একপাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তে আগুনের লেলিহান শিখায় পুরো এলাকাকে স্তম্ভিত করে তোলে। এই সময়ে অনেকেই দোয়া দরুদ পড়তে শুরু করে কারন ঐ রুমের অপর প্রান্তেই রয়েছে গ্যাস সিলিন্ডারের স্তুপ। কোন ভাবে আগুন সে পর্যন্ত গড়িয়ে গেলে আর ঐ সিলিন্ডার গুলো বিস্তারিত হলে ভয়াবহ অবস্থা সৃষ্টি হতো।
প্রতক্ষদর্শীদের মতে অগ্নিকাণ্ডের ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই ফায়ার সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায়।তাঁরা মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। স্থানীয় জোরারগঞ্জ থানা পুলিশ, ব্যাবসায়ী,রাজনৈতিক নেতৃবৃন্দ মুহূর্তে সেখানে পৌঁছে জনসাধারণের বিড়ম্বনা এড়ানো সহ সকল প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনারোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। অতপর অল্পের জন্য রক্ষাপেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা থেকে।