প্রাণের ৭১

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড,জাতির প্রত্যাশা পূরণ,মন্ত্রীসভাকে সাধুবাদ:মোহাম্মদ হাসান

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত ‘নারী ও শিশুনির্যাতন দমন আইন, ২০০০’ এর খসড়া অনুমোদন দিয়েছেন মন্ত্রীসভা। সরকারের এমন সিদ্ধান্তে জাতির প্রত্যাশা পূরণ হলো জানিয়ে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও মন্ত্রীসভাকে সাধুবাদ জানিয়েছেন সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মদ হাসান। তিনি সংবাদ মাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে গত কিছুদিন মানববন্ধন ও সমাবেশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তাঁদের অনুষ্ঠিত ওই সমাবেশগুলো থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করার দাবি জানানো হয়েছে সরকারকে।

আজ ১২ অক্টোবর সোমবার প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভা বৈঠকে এ আইনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছেন। যা আগামীকাল মহামান্য রাষ্টপতির অধ্যাদেশ জারি হবে।

দেশের চলমান এ সংকটময় পরিস্থিতিতে সরকারের এমন সময়োপযোগী সিদ্ধান্ত আগামীর সমৃদ্ধ বাংলা গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিতি আশাবাদ ব্যাক্ত করেন।
-সংবাদ বিজ্ঞপ্তি






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*