প্রাণের ৭১

Thursday, October 15th, 2020

 

সাদাসিধে কথা

আমাদের গ্লানি, আমাদের কালিমা

বাংলা ভাষায় ধর্ষণ থেকে ভয়ংকর কোনো শব্দ আছে কিনা আমার জানা নেই। একটা সময় ছিল যখন এ শব্দটি লিখতে আমার কলম সরত না, ‘নির্যাতন’ বা এ ধরনের অন্য কোনো শব্দ ব্যবহার করে বিষয়টা বোঝানোর চেষ্টা করতাম।   আমি নিজের জন্য একটা খোঁড়া যুক্তি দাঁড় করিয়েছিলাম, নিজেকে বোঝাতাম, আমি সাধারণত বাচ্চাকাচ্চাদের জন্য লিখি বলে তারা আমার নাম দেখলেই সেই লেখাটা পড়ে ফেলার চেষ্টা করে। এত বাচ্চা বয়সে তাদের এ রকম ভয়ংকর একটা বিষয় জানানো মনে হয় ঠিক হবে না।     এখন সেই যুক্তিটি আর কাজে আসবে না- খবরের কাগজ, ম্যাগাজিন,আরো পড়ুন