Sunday, October 25th, 2020
আজ সকালে দর্পণ বিসর্জনের মাধ্যমে মাতৃপূজা সম্পন্ন
মোহাম্মদ হাসানঃ নিরানন্দে কাটলো এবারের বৈশ্বিক ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি করোনা মহামারি সংকটময় সময়ে শারদীয় উৎসব দুর্গাপুজা। লক্ষ্মীবারে মহাষষ্ঠী এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, কিংবা বিজয়া-দশমী বৈচিত্র্যহীন ছিলো পুজা আনন্দ। একরাশ আক্ষেপ আর নিদারুণ করোনা যন্ত্রণাকে সঙ্গী করে কাটবে বাকি উৎসবের দিনগুলিও। কোজাগরী লক্ষ্মীপুজা, কালীপুজা এমনকি দীপাবলিও । মন্ডপের ভেতর বিশাল প্যান্ডেলের পাটাতনে একা গৌরীর সংসার! সামনে জনস্রোতের উত্তাল ঢেউ নেই। কচিকাঁচাদের কোলাহল নেই। দর্শকদের সঙ্গে স্বেচ্ছাসেবকদের ধস্তাধস্তি নেই। ইমিটেশনের দোকানও খালি। নিঃস্তরঙ্গ মাঠ-ময়দান, বড় রাস্তা, পাড়ার অলিগলি। শেষ কবে এভাবে উৎসব কাটিয়েছে, তা স্মরণ করতে পারলেন না অশীতিপররা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অর্থনৈতিকআরো পড়ুন