প্রাণের ৭১

চট্টগ্রাম উঃজেলা আওয়ামী মৎসজীবি লীগের জেলহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হাসানঃ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান বলেছেন, পৃথিবীর ইতিহাসে কোথাও জেলখানায় হত্যার কোন নজির নেই। অথচ বাঙালির মুক্তির সংগ্রামের অগ্রদূত জাতীয় চার নেতাকে নির্মমভাবে কারাগারে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং লালন করাই ছিল তাঁদের অপরাধ। তাঁরা কখনই আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর সাথে বেইমানি করেনি।

তিনি গতকাল ৫ নভেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে জাতীয় চারনেতা স্মরণে জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর জাতিকে নেতৃত্ব শূন্য করতেই জাতীয় চার নেতাকে হত্যা করে।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী মৎসজীবি লীগের আহ্বায়ক আলহাজ্ব হারুন উর রশিদের সভাপতিত্বে সদস্য সচিব লায়ন এম শফিউল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম আবুল হাশেম, বাবুল রায় চৌধুরী, এম মোরশেদুল আলম চৌধুরী, রিমন মুহুরী, নাছির উদ্দীন সোহাগ, সদস্য নাছির উদ্দীন মিনিক, এম মঞ্জুর উদ্দীন আহমেদ, গোলাম কিবরিয়া শিপন, স.ম জিয়াউর রহমান, জুনায়েদ আহমেদ রাসেল, আবদুল কাইয়ুম, ইঞ্জিনিয়ার আব্দুল সালাম, দীপক মজুমদার, সৈয়দ জাহেদুল আলম, এম.এ ছালেক, হরি দাশ, মো: খোরশেদুল আলম, মো: মঈনুল আলম চৌধুরী, মো: সেলিম, মো: আলী আকবর, বকতিয়ার মীম সাদী, মো: জাফর উল্লাহ, মো: ইউসুফ, মো: আমিনুল হক, সালাউদ্দীন, মো: জিয়াউল হক, মো: দিদারুল আলম, মো: নুরের নবী, মো: জুলফিকার, উপেন্দ্র দাশ, স্বপন কুমার দত্ত, কাইয়ুম বিন আইয়ুব, মো: নাজমুল হাসান, মো: ইলিয়াস কাঞ্চন, মো: মোকতার হোসেন, মো: সোলাইমান প্রমুখ।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*