প্রশিক্ষণে প্রাণ হারালেন ফরাসি ‘জেটম্যান
রয়টার্স
দুবাইয়ে প্রশিক্ষণের সময় দূর্ঘটনায় মারা গেছেন ফরাসি ‘জেটম্যান’ ভিনসেন্ট রেফেত। জেটপ্যাক এবং কার্বন-ফাইবারের ডানা ব্যবহার করে আকাশে উড়াল দিতেন বিখ্যাত এই স্টান্টপার্সন।
জেটম্যান দুবাই নামের প্রতিষ্ঠানের অংশ ছিলেন রেফেত। পারস্য উপসারগীয় শহরটির ওয়াটারফ্রন্ট এবং আপসের ওপর দিয়ে উড্ডয়নের মাধ্যমে ভাইরাল হয়েছিলেন ৩৬ বছর বয়সী রেফেত।
এক বিবৃতিতে জেটপার্সন দুবাই জানিয়েছে, “দুবাইয়ে প্রশিক্ষণের সময়” মারা গেছেন রেফেত। এর বেশি বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি। তার মৃত্যু নিয়ে এখন তদন্ত চলছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
বিবৃতিতে আরও উল্লেখ রয়েছে, “ভিনসেন্ট একজন মেধাবী অ্যাথলিট এবং আমাদের দলের একজন ভালোবাসার ও সম্মানীত সদস্য ছিলেন। তার পরিবার এবং তার পরিচিত সবার জন্য আমাদের ভাবনা ও প্রার্থনা রয়েছে।”
স্কাইডাইভারের ছেলে রেফেত তার পুরো জীবদ্দশায় বহু স্টান্ট করেছেন। এর মধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খালিফা থেকে লাফও দিয়েছেন তিনি।
গত মাসে এক সাক্ষাৎকারে রেফেত বলেছিলেন, “আমরা যাই করি তা কিছুটা নতুন। আমাদের কতো স্বপ্ন আর জীবন কতো ছোট!”
সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে ভাইরাল হয়েছে রেফেতের কসরত। এর মধ্যে সহকর্মী ফ্রেড ফুগেনের সঙ্গে পর্বত থেকে চলমান প্লেনের মধ্যে লাফ দেওয়ার ভিডিও-ও রয়েছে তার।