অবৈধভাবে ভারত যাওয়ার পথে সাতজন গ্রেপ্তার
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।
সোমবার সন্ধ্যা ও রাতে সীমান্তবর্তী গ্রাম জীবননগরপাড়া ও পিপুলবাড়িয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজিবির খালিশপুর- ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শামন্তা বিওপির আওতাধিন জীবননগরপাড়া থেকে সোমবার সন্ধ্যার পর এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।আর বাকিদের গ্রেপ্তার করা হয় একই দিন রাতে কুসুমপুর বিওপির এলাকার পিপুলবাড়িয়া মাঠ থেকে।
গ্রেপ্তারদের মহেশপুর থানায় হস্তান্তর এবং মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
বিডিনিউজ
« বঙ্গবন্ধুর সঙ্গী হওয়ায় ৭১এ শহীদ হন মাওলানা অলিউর রহমান (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) সৌদি আরব ভারত নেপাল ও ভুটান ব্যান্ডউইথ কিনবেন বাংলাদেশ থেকে একনেকে পাশ »