পুলিশের পোশাকে থাকবে লাইভ ক্যামেরা
মোহাম্মদ হাসানঃ এবার পুলিশের পোশাকের সঙ্গে লাইভ ক্যামেরা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ সদর দপ্তর। এর মাধ্যমে দায়িত্ব পালনরত অবস্থায় মনিটরিং করার পাশাপাশি প্রয়োজনীয় পুলিশকে নির্দেশনাও দিতে পারবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইতোমধ্যেই বাংলাদেশ পুলিশকে আধুনিক ও স্মার্ট পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অত্যাধুনিক অপারেশনাল গিয়ার টেকটিক্যাল বেল্ট সংযোজন করা হয়েছে। এই টেকটিক্যাল বেল্টের সঙ্গেই ওই ক্যামেরা ও ইয়ারফোনটি সংযুক্ত হবে বলে জানা যায়। সেগুলো একটিভ করেই ডিউটি শুরু করবেন পুলিশ সদস্য।
বাংলাদেশ পুলিশ সূত্রে প্রকাশ, কেন্দ্রীয়ভাবে সকল ক্যামেরা কন্ট্রোলের জন্য পুলিশ সদর দপ্তরে একটি মনিটরিং সেল থাকবে। সারাদেশে যে কোনো জায়গায় ডিউটিরত অবস্থায় পুলিশ সদস্য থাকবেন অন ক্যামেরায়। পুলিশ সদর দপ্তর ও সংশ্লিষ্ট জেলা মনে করলে, সুনির্দিষ্ট ওই পুলিশ কর্মকর্তা বা ইউনিটের কর্মকাণ্ড দেখতে পারবেন। আর এ পদ্ধতিতে ক্যামেরার সঙ্গে থাকবে ইয়ারফোন। ফলে চাইলে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেওয়া যাবে।