পাকিস্তানে মন্দিরে উগ্রবাদী ইসলামি নেতার নেতৃত্বে হামলা ব্যাপক ভাংচুর।
পাকিস্তানে হিন্দুদের একটি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবারের হামলার সাথে জড়িতদের অনেককেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় চালানো হয় এ সহিংসতা। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্থানীয় প্রভাবশালী ইসলামিক নেতারা এ ঘটনার সাথে জড়িত। কারণ, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মন্দিরটির সংস্কারে হাত দিয়েছিলো হিন্দু সম্প্রদায়। যারসাথে, দ্বিমত ছিলো ঐ নেতাদের। তাদের উসকানিতে, কয়েক’শ মানুষ মন্দিরে চড়াও হয়। মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে; আগুন ধরিয়ে দেয়া হয় ভবনটিতে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশের হস্তক্ষেপ করতে হয়।
এ ঘটনার নিন্দায় সোচ্চার পাকিস্তানের মানবাধিকার কর্মীরা। কয়েক সপ্তাহ আগে ইমরান খান সরকার সংখ্যালঘুদের উদ্দেশে জানায়, পুরানো মন্দির সংস্কার বা নির্মাণে কোনও বাধা নেই। পাকিস্তানে ৭৫ লাখ হিন্দু বসবাস করেন।
« জাতীয় বই উৎসবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন প্রধানমন্ত্রী (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) মীরসরাইয়ের আবুতোরাবে দু’ছাত্র-যুবলীগ নেতা বাদশা ও নোমানের জন্মদিন উদযাপন »