এবার মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিলো ইইউ
মডার্নার করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
ফাইজার বায়োএনটেকের পর দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে বুধবার (৬ জানুয়ারি) এই টিকার অনুমোদন দিলো ইইউ-এর ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা। আট কোটি মানুষের জন্য ১৬ কোটি ডোজ মডার্না টিকা আমদানি করা হবে বলে জানিয়েছেন, ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থার নির্বাহী পরিচালক।
মডার্নার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহে প্রথম চালান পাঠানো হবে। ফাইজার-বায়োএনটেকের তুলনায় মডার্নার ভ্যাকসিন পরিবহণ ও সংরক্ষণ সহজ। এই টিকা ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছয় মাসের বেশি সময় সংরক্ষণ করা যায়।
« ছাত্রলীগ আমার যৌবনের প্রথম প্রেম,প্রেরণার উচ্ছাস: রেজাউল করিম খোকন (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) চট্টগ্রামে মিরসরাইতে মোটর সাইকেল দূর্ঘটনায় ইঞ্জিনিয়ার রাকিবের মৃত্যু। »