প্রাণের ৭১

কাবুলে গুলিতে দুই নারী বিচারপতি নিহত

কাবুলে শনিবার একটি বোমা হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্তকারীরা
ছবি: রয়টার্স

আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীদের গুলিতে সুপ্রিম কোর্টের দুজন নারী বিচারপতি নিহত হয়েছেন। আজ রোববার সকালে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান কর্মকর্তারা। দেশটিতে একের পর এক ঘটে চলা হত্যাকাণ্ডের মধ্যে এটিই সর্বশেষ। খবর এএফপির।

পুলিশ বলেছে, কাবুলে কর্মস্থলে যাওয়ার সময় ওই বিচারপতিদের ওপর এ হামলা চালানো হয়।

আফগানিস্তানের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মুখপাত্র জামশিদ রাসুলি বলেন, নিহত দুই বিচারপতি সুপ্রিম কোর্টে দায়িত্ব পালন করতেন।

এ হামলা কারা চালিয়েছে বা কীভাবে ঘটেছে, সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে গত শুক্রবার দিবাগত রাতে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে তালেবানের এক হামলায় কমপক্ষে ৯ আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। পুলিশের দুটি তল্লাশি ফাঁড়িতে এই হামলা হয়।

কর্মকর্তারা জানান, তাজিকিস্তান সীমান্তের ওই দুই ফাঁড়িতে যুগপৎ হামলা চালায় তালেবান যোদ্ধারা। এ অঞ্চলে নিয়মিতভাবে সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তালেবানের লড়াই চলছে। সর্বশেষ ওই হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন কুন্দুজের গভর্নর আবদুল সাত্তার মির্জাকাওয়াল।

তবে কুন্দুজের প্রাদেশিক পরিষদের সদস্য খালুদ্দিন হাকিমি বলেছেন, হামলায় ১০ জন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তালেবানের বক্তব্য পাওয়া যায়নি।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*