নতুন ভেটার হলো ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন: করোনায় কমেছে প্রায় ৪গুণ

মোহাম্মদ হাসানঃ ২০১৯-২০ বছরের নতুন ভোটার নিবন্ধিত হয়েছেন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন।সারাদেশে হালনাগাদ করা ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছেন নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকা অনুযায়ী নারী ৫ লাখ ৬৩ হাজার ৪৮ জন ও পুরুষ ৯ লাখ ১ হাজার ৯৮৩ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১৪ জন মিলে মোট ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন নতুন ভোটার হয়েছেন।
১৭ জানুয়ারি রবিবার রাজধানীর আগারগাঁও বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে ইসি আয়োজিত সলবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এমন তথ্য জানিয়ে বলেন, চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চ প্রকাশ করা হবে।
’
মো. আলমগীর বলেন, নতুন খসড়া তালিকা অনুযায়ী ২০২১ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়ালো ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জন। এর মধ্যে নারী ৫ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ২৭০ জন এবং পুরুষ ৫ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫১৩ জন। তৃতীয় লিঙ্গের ৩৭৫ জন। ’
প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হলেও এবার করেনা সংকটময় সময়ে তা সম্ভব হয়নি বলে এবার নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্তি কমেছে প্রায় চারগুণ।